শিবগঞ্জ সীমান্তে তিন বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকা থেকে বিজিবি ৩ টি বিদেশী পিস্তল, ৬ টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বিজিবি’র ৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মনাকষা বিওপির সুবেদার আব্দুল জাব্বারের নেতৃত্বে বিজিবির একটি দল শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে অভিযান চালায়।

এসময় একটি ঘরের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কেউ আটক হয়নি।
উদ্ধার করা পিস্তল, ম্যাগাজিন ও গুলি শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১২-২০১৪