১ হাজার বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ও মহানন্দা ব্রীজ চত্বরে অভিযান চালিয়ে ১ হাজার ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ৯ বিজিবি ব্যাটালিয়নের উপপরিচালক ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা রাতে ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার দূর্গম চরবাগডাংগা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে নারুখাকী মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২৭/৩-এস এর নিকট দিয়ে কয়েকজন লোক ব্যাগ মাথায় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। টহলদল ব্যাগ তল্লাশী করে ৯৮৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তবে এব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাত ১০ টার দিকে অত্র ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল হাবিলদার মোঃ মোমেন মিয়া এর নেতৃত্বে মহানন্দা ব্রীজ পাঁকা রাস্তার উপর বাস তল্লাশী করে গোমস্তাপুর উপজেলার বেজিনাথপুরের আব্দুল খালেকের ছেলে মোঃ বাবু (২০) এর হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৩৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামী ও ফেন্সিডিল চাঁপাইনবাবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১২-২০১৪