দলিত জনগোষ্ঠির ৮ দফা দাবিতে মানববন্ধন

৮ দফা দাবিতে  শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের দলিত জনগোষ্ঠি।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আন্দোলনের ব্যানারে বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে স্থানীয়ভাবে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। দাবিগুলো হলো, আইন কমিশন সুপারিশকৃত ‘বৈষম্য বিলোপ আইন-২০১৪’ প্রনয়ন করা, দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠিকে ‘ সামাজিক নিরাপত্তা কর্মসুচীর আওতায় আনতে হবে, সকল মহানগরী ও পৌর সভাসমুহে দলিত জনগোষ্ঠির আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা, কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষায় সকল উপকরণ সরবরাহ করতে হবে, দলিত জনগোষ্ঠিকে বিকল্প পেশায় উৎসাহিত করতে তাদের জন্য কারিগরি প্রশিক্ষনের সুযোগ বাড়াতে হবে, দলিত শিক্ষার্থীদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধকল্পে সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠির ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তি প্রদান করতে হবে, দলিত ছাত্র-ছাত্রীদের সরকারী বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোটা প্রবর্তণ করতে হবে, সরকারী চাকুরীতে দলিত জনগোষ্ঠির জন্য কোটা ব্যবস্থা প্রবর্তণ করতে হবে। বক্তারা ৮ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১২-২০১৪