বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ইত্তেফাকের ৬২তম বর্ষপুর্তি উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বুধবার দৈনিক ইত্তেফাকের ৬২তম বর্ষপুর্তি উদযান করা হয়। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্দ জাহাঙ্গীর কবীর।
চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধ মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শাহনেয়াজ সিনা, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ডিএম তালেবুন নবী, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, নাট্যকার গোলাম রাব্বানী তোতাসহ অন্যান্যরা। শেষে কেক কেটে বর্ষপুর্তির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন।
এ দিকে ইত্তেফাকের দীর্ঘায়ু কামনা করে বাণী দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১২-২০১৪