এমপি ওদুদ হলেন সদর উপজেলা আ.লীগের সভাপতি

বাংলাদেশ আওয়ামীলীগের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে।
সব ধরণে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্মেলনে সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ পদে থেকে গেছেন আগের কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম।
দলীয সূত্র জানিয়েছে, সভাপতি পদে প্রবীন আওয়ামীলীগ নেতা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হকের প্রতিদ্বন্দিতা করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দিতায় আসেননি।
বুধবার সকালে স্থানীয় শহীদ সাটু হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুদ্দিন মন্ডল। সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ বেগম আকতার জাহান এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. শামসুল হক, শহর আওয়ামীলীগের সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, আওয়ামীলীগ নেতা এ্যাড. নজরুল ইসলাম। সম্মেলনে বক্তারা বিরোধীদলের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন। এসময় সদর উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। দুপুরে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে বিকেলে দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির উপস্থিতিতে সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ সভাপতি ও এ্যাড. নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলীয় সুত্র জানিয়েছে, পরে আলোচনার মাধ্যমে ৬৭ সদস্য বিশিষ্ঠ সদর উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গুরুত্বপূর্ন সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হল।



চাঁপাইনবাবঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১১-২০১৪