পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিল, পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি। ৯ বিজিবি’র এর উপ-অধিনায়ক মেজর শেখ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার বাখর আলী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল নায়েক সুবেদার মোবারক হোসেন এর নেতৃত্বে দূর্গম ভারতীয় সীমান্তের পদ্মার চরে সকালে অভিযান চালায়। এসময় ১টি নদীর তীরে আসা নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকার মাঝি পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল নৌকাটি তল্লাশী চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক আরেক অভিযানে ব্যাটালিয়নের আওতাধীন সদর উপজেলার ওয়াহেদপুর সীমান্তফাঁড়ির অপর একটি টহল দল হাবিলদার এনামুল হক এর নেতৃত্বে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩/২-এস এর নিকট বুধবার সকাল ৬টার দিকে ২ চোরাকারবারী বস্তা মাথায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় টহল দলের নিকটবর্তী হলে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় তারা বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তা তল্লাশী চালিয়ে ১৩২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক আরেক অভিযানে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ব্যাটালিয়নের আওতাধীন জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তফাঁড়ির একটি টহলদল নায়েক সুবেদার মহিউদ্দিন এর নেতৃত্বে ভারতীয় সীমান্তের ছিয়াত্তরবিঘা নামক এলাকায়  অভিযান চালায়। এসময় একটি আমবাগানের ভিতর ২/৩ জন লোককে আনাগোনা করতে দেখে টহল দল চ্যালেঞ্জ করলে তারা তাদের কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ব্যাগটি তল্লাশী চালিয়ে ১টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন এবং গুলি বুধবার শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।


চাঁপাইনবাবঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১১-২০১৪