শিবগঞ্জ থানার ওসি বদলি আওয়ামীলীগে বিরূপ প্রতিক্রিয়া

মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী’র ফাঁসির রায়কে ঘিরে গোটা শিবগঞ্জ জুড়ে অরাজক পরিস্থিতির মুখে শিবগঞ্জ থানা পুলিশের দায়িত্ব নেয়া ওসি আশিকুর রহমান আশিককে বদলী করা হয়েছে। পুলিশ সূত্র ওসি আশিকের বদলী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্বল্প সময়ের দায়িত্ব পালনের পর হটাৎকরে ওসির বদলি হওয়ায় আওয়ামীলীগে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। তারা আবারও শিবগঞ্জে ‘জামায়াত-শিবিরের’ তান্ডবের শংকা করছেন।
সূত্র জানায়, গত ২৮ ফেব্র“য়ারী দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসীর রায় ঘোষনার দিন এবং পরবর্তী কয়েক মাস জামায়াত-শিবির কর্মী এবং দুর্বৃত্তরা শিবগঞ্জের কানসাট পল্লী বিদ্যুৎ অফিস আগুন দিয়ে ভস্মিভূত, আবাসিক কোয়ার্টারে লুটপাট, গোডাউন ভস্মিভূত, পর্যটন মোটেলে অগ্নিসংযোগ ও ভাংচুর, লুটপাট, প্রকৌশলী তৌহিদুল ইসলামকে ফেলে হত্যা, আসামী ধরতে গিয়ে র‌্যাব, পুলিশ ও বিজিবি’র উপর হামলা, ছাত্রলীগ নেতা রাজিন, জাসদ নেতা আরিফুল ইসলাম উইলসহ একাধিক ব্যক্তির হাত-পায়ের রগ কর্তন, আ’লীগ নেতা ও শিবগঞ্জ বনিক সমিতির সভাপতি এনামুল হককে পুড়িয়ে হত্যা, আ’লীগ নেত্রী নুরজাহানের হাত-পা ও স্তন কর্তন, বিদ্যুৎ নেতা গোলাম রাব্বানী এমপি’র বাড়ীতে হামলা, অগ্নিসংযোগ, কাদের মোল্লার ফাঁসীর রায় কার্যকরের রাতে মোবারকপুরে ৪০টি দোকান ও বাড়ীতে লুটপাট ও অগ্নিসংযোগ করে গোটা শিবগঞ্জ উপজেলাকে আতংকগ্রস্থ করে গড়ে তোলে। আতংকগ্রস্থ হয়ে খোদ আওয়ামীলীগের নেতা-কর্মীরা অনেকে এলাকা ছেড়ে চলে যায়।
স্থানীয় আওয়ামীলীগ সূত্র জানায়, ‘ভীতিকর’ পরিস্থিতির মুখের্  গত ২৮ জানুয়ারী শিবগঞ্জ থানায় অফিসার ইনচার্জ আশিকুর রহমান আশিক যোগদান করলে ‘অনেকটা নিয়ন্ত্রণে’ চলে আসে পরিস্থিতি।  আওয়ামীলীগের নেতাকর্মীরা অবাধে বিচরণ শুরু করে।
এদিকে, মাত্র ১০ মাসের মাথায় ওসি আশিকের বদলি হওয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
দুর্বৃত্তদের হামলায় পঙ্গু নারী ইউপি সদস্য ও আ’লীগ নেত্রী  নুরজাহান বেগম বলেন, তার বদলীতে জামায়াত-শিবির-বিএনপি’র সহিসংতা বাড়বে। এতে তিনিসহ দলের নেতাকর্মীরা আবারো এলাকা ছাড়া হবেন বলে আশংকা প্রকাশ করেন।
শিবগঞ্জ পৌর আ’লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খান বলেন, ‘জামায়াত-শিবির-বিএনপি’র সন্ত্রাসে গোটা শিবগঞ্জ ভীত সন্ত্রস্ত ছিল। তার যোগদানের পর মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পায়’।
বিনোদপুর ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মান্টু বলেন, ‘পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন মামলার বাদি ও স্বাক্ষীরা চাঁপাইনবাবগঞ্জ আদালতে স্বাক্ষী দিয়ে নির্বিঘেœ বাড়ী ফিরে আসছিল। তার বদলীতে স্বাক্ষীরা নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্থ হতে পারে’।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের সহকারি পুলিশ সুপার মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১১-১৪