কল্যাণপুর হটিকালচার সেন্টারে বিবিসি সংলাপ > মুখোমুখি হবে গোলাম মোস্তফা ও সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া

শনিবার চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হবে বিবিসি’র বাংলাদেশ সংলাপের ৯১ তম পর্ব। বিবিসি বাংলাদেশ সংলাপের তৃতীয় সিরিজের একানব্বইতম পর্বটি দুপুর আড়াইটায় চাপাইনবাবগঞ্জের কল্যানপুরে আঞ্চলিক হর্টিকালচার গবেষনা কেন্দ্রে অনুষ্ঠিত হবে । বিবিসি বাংলার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, চাপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, চাপাইনবাবগঞ্জের শংকরবাটী হেফজুল উলুম এফ কে কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ ড. মোহাম্মদ এমরান হোসেন এবং জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। অনুষ্ঠানটির মাধ্যমে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে দর্শকরা মতামত প্রকাশ এবং প্রশ্ন করতে পারেন উপস্থিত চারজন প্যানেল সদস্যদের কাছে। ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’ অনুষ্ঠানটি ‘বিবিসি বাংলা রেডিওতে প্রচারিত হয় প্রতি রবিবার রাত ৮টায় এবং পুন:প্রচারিত হয় মঙ্গলবার রাত ৮টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১১-২০১৪