ছাত্রলীগকে চাকরী দেয়া প্রসঙ্গ ছাড়া উত্তাপ ছড়ায়নি বিবিসি বাংলাদেশ সংলাপ
চাঁপাইনবাবগঞ্জের কল্যানপুরে আঞ্চলিক হর্টিকালচার রিসার্চ সেন্টারে শনিবার অনুষ্ঠিত হয় বিবিসি বাংলাদেশ সংলাপে ‘ছাত্রলীগ নেতাকর্মীদের চাকুরি দেয়া’ সংক্রান্ত প্রধানমন্ত্রীর এইচ টি ইমামের বক্তব্যকে ঘিরে কিছুটা উত্তাপ ছড়ালেও অন্যান্য বিষয়ের আলোচন তেমন জমে উঠেনি। আলোচিত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও আওয়ামীলীগের নতুন সংসদ সদস্য গোলাম মোস্তাফার মধ্যে আলোচনাও জমজমাট রূপ পায়নি। বরং দর্শক সারির উত্থাপন করার প্রশ্ন ও সম্পুরক প্রশ্নগুলোই প্রাণবন্ত।
বিকেলে পৌনে তিনটায় হর্টিকালাচার সেন্টারের আম বাগানে শুরু হয় এই সংলাপ। এটি বিবিসি বাংলা সংলাপের তৃতীয় সিরিজের একানব্বইতম পর্ব ।
অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ ড. মোহাম্মদ এমরান হোসেন এবং জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
সংলাপে প্রথম প্রশ্ন ছিলো-ছাত্রলীগ কর্মীদের চাকুরী দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা যে কথা বলেছেন, তার ফলে যারা ছাত্রলীগ করেনা তাঁরা কি সরকারী চাকুরী পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়তে পারেন?
উত্তরে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, বিসিএস মেধা যাচাইয়ের পরীক্ষা। কিন্তু ওনার বক্তব্যে এটাই প্রতীয়মান হয়যে, এ যাচাই বাছাইয়ের কাজটা এখন আর হচ্ছে না। আওয়ামীলীগ অনেক আগে থেকেই এই কাজ করে আসছে। এইচ টি ইমামের মন্তব্যটি গণমাধ্যমে আসা তা আলোচনা হচ্ছে। কিন্তু তারা মেধাবীদের বাদ দিয়ে আগে থেকে দলীয়দের চাকুরি দিচ্ছে। মেধাবির হতাশ হচ্ছে।
গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, এ কথা তিনি উৎসাহ যোগানোর জন্য বলেছেন। এর অর্থ এই নয় যে, দলীয়করণের মাধ্যমে চাকুরিতে ঢুকিয়ে দেয়া হবে। পি এস সি এমন একটি প্রতিষ্ঠান যেখানে এমনটা হতে পারে না। এমরান হোসেন বলেন, মনের কথা প্রকাশ পেয়ে গেছে। সব সরকারই এমনটি করে এসেছে। রবীন্দ্রনাথ সরেন বলেন, তার কথা আমাদেরকে হতাশ করে।
সংলাপের দ্বিতীয় প্রশ্ন সেনাবাহিনীর জন্য স্থাপনা নির্মাণে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা নিয়ে আলোচনায় আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন বলেন, আদিবাসীদের জমি সরকার থেকে শুরু করে সবাই অধিগ্রহণ করছে। এর ফলে এদের জীবনে শান্তি নষ্ট হয়ে ভয়াবহতা নেমে আসছে।
সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, সেনাবাহিনীর যে ব্যবস্থাপনা আছে তা যদি কম হয় তবে তাদের জন্য জমি অধিগ্রহন করতে পারে। আসলে প্রয়োজন বিবেচনা করে দেখা দরকার। জাচাই বাছাই করা দরকার। তিনি বলেন, এর চেয়ে পুলিশ বাহিনীকে সহায়তা করা দরকার। প্রত্যান্ত এলাকায় পুলিশী ব্যবস্থা উন্নত করা হলে সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে। আর ১/১১’র হাত ধরে এ সরকার এসেছে। তাই তাদেরকে খুশী করার প্রয়োজন আছে সরকারের।
গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, সেনাবাহিনীর জন্য জমির প্রয়োজন আছে তা অস্বীকার করা যাবেনা। এবং সেটা রাষ্ট্র দেখবে। প্রয়োজন হলে সরকার অবশ্যই করবে। তবে প্রয়োজনের পরিমানটা সরকারের পক্ষ থেকে বিবেচনা করে দেখা দরকার।
বাংলাদেশ ও ভারতের সাবেক হাইকমিশনারদের একটি সম্মেলনে দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস বাড়াতে তাগিদ দেয়া হয়েছে। এই দুই দেশের মধ্যে বিশ্বাসের ঘাটতি কীভাবে দূর করা যায়? এমন প্রশ্নের আলোচনায় গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, ঘাটতি পূরণ না হলে সমাধান হবে না। সরকারের তরফ থেকে তেমন প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়াগুলোর মাধ্যমে প্রত্যাশার
জায়গায় পৌছাতে পারবো। আর সীমান্তে হামলার ঘটনাও কিন্তু আমাদের বিজিবি’র পক্ষ থেকে কখনও হয়নি। বিএসএফ করেছে। আমাদের বিজিবি সীমান্তে সহনশীলতা দেখিয়ে এসেছে। রবীন্দ্রনাথ সরেন বলেন, আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। আর সেজন্য জাতীয় ঐক্যমত্য দরকার। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, স্বাধীনতার পর ৪২ বছরে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নমুনা রাখেনি। এ কারণেই ফেলানীর লাশ কাটা তারে ঝুলে থেকেছে।
এ প্রসঙ্গে বক্তব্য রাখার সময় বিএনপি নেত্রী পাপিয়া ‘৭২ দেশ স্বাধীনের পর ৪২ বছরে উল্লেখ করলে উপস্থাপক তা সংশোধন করে দিয়ে বলেন, ‘৭১ এ দেশ স্বাধীনের পর’। অবশ্য পাপিয়া তাৎক্ষণিক বলেন ৭২ এ সরকার গঠনের পর।
এদিকে, সংলাপে স্থানীয় সমস্যার নিয়ে আলোচনায় আম গাছে অতিরিক্ত হরমোন প্রয়োগ করা প্রসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলা’র যৌথ আয়োজনে পরিচালিত অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১১-২০১৪
বিকেলে পৌনে তিনটায় হর্টিকালাচার সেন্টারের আম বাগানে শুরু হয় এই সংলাপ। এটি বিবিসি বাংলা সংলাপের তৃতীয় সিরিজের একানব্বইতম পর্ব ।
অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ ড. মোহাম্মদ এমরান হোসেন এবং জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
সংলাপে প্রথম প্রশ্ন ছিলো-ছাত্রলীগ কর্মীদের চাকুরী দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা যে কথা বলেছেন, তার ফলে যারা ছাত্রলীগ করেনা তাঁরা কি সরকারী চাকুরী পাওয়ার ব্যাপারে হতাশ হয়ে পড়তে পারেন?
উত্তরে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, বিসিএস মেধা যাচাইয়ের পরীক্ষা। কিন্তু ওনার বক্তব্যে এটাই প্রতীয়মান হয়যে, এ যাচাই বাছাইয়ের কাজটা এখন আর হচ্ছে না। আওয়ামীলীগ অনেক আগে থেকেই এই কাজ করে আসছে। এইচ টি ইমামের মন্তব্যটি গণমাধ্যমে আসা তা আলোচনা হচ্ছে। কিন্তু তারা মেধাবীদের বাদ দিয়ে আগে থেকে দলীয়দের চাকুরি দিচ্ছে। মেধাবির হতাশ হচ্ছে।
গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, এ কথা তিনি উৎসাহ যোগানোর জন্য বলেছেন। এর অর্থ এই নয় যে, দলীয়করণের মাধ্যমে চাকুরিতে ঢুকিয়ে দেয়া হবে। পি এস সি এমন একটি প্রতিষ্ঠান যেখানে এমনটা হতে পারে না। এমরান হোসেন বলেন, মনের কথা প্রকাশ পেয়ে গেছে। সব সরকারই এমনটি করে এসেছে। রবীন্দ্রনাথ সরেন বলেন, তার কথা আমাদেরকে হতাশ করে।
সংলাপের দ্বিতীয় প্রশ্ন সেনাবাহিনীর জন্য স্থাপনা নির্মাণে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা নিয়ে আলোচনায় আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন বলেন, আদিবাসীদের জমি সরকার থেকে শুরু করে সবাই অধিগ্রহণ করছে। এর ফলে এদের জীবনে শান্তি নষ্ট হয়ে ভয়াবহতা নেমে আসছে।
সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, সেনাবাহিনীর যে ব্যবস্থাপনা আছে তা যদি কম হয় তবে তাদের জন্য জমি অধিগ্রহন করতে পারে। আসলে প্রয়োজন বিবেচনা করে দেখা দরকার। জাচাই বাছাই করা দরকার। তিনি বলেন, এর চেয়ে পুলিশ বাহিনীকে সহায়তা করা দরকার। প্রত্যান্ত এলাকায় পুলিশী ব্যবস্থা উন্নত করা হলে সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে। আর ১/১১’র হাত ধরে এ সরকার এসেছে। তাই তাদেরকে খুশী করার প্রয়োজন আছে সরকারের।
গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, সেনাবাহিনীর জন্য জমির প্রয়োজন আছে তা অস্বীকার করা যাবেনা। এবং সেটা রাষ্ট্র দেখবে। প্রয়োজন হলে সরকার অবশ্যই করবে। তবে প্রয়োজনের পরিমানটা সরকারের পক্ষ থেকে বিবেচনা করে দেখা দরকার।
বাংলাদেশ ও ভারতের সাবেক হাইকমিশনারদের একটি সম্মেলনে দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস বাড়াতে তাগিদ দেয়া হয়েছে। এই দুই দেশের মধ্যে বিশ্বাসের ঘাটতি কীভাবে দূর করা যায়? এমন প্রশ্নের আলোচনায় গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, ঘাটতি পূরণ না হলে সমাধান হবে না। সরকারের তরফ থেকে তেমন প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়াগুলোর মাধ্যমে প্রত্যাশার
জায়গায় পৌছাতে পারবো। আর সীমান্তে হামলার ঘটনাও কিন্তু আমাদের বিজিবি’র পক্ষ থেকে কখনও হয়নি। বিএসএফ করেছে। আমাদের বিজিবি সীমান্তে সহনশীলতা দেখিয়ে এসেছে। রবীন্দ্রনাথ সরেন বলেন, আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। আর সেজন্য জাতীয় ঐক্যমত্য দরকার। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, স্বাধীনতার পর ৪২ বছরে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নমুনা রাখেনি। এ কারণেই ফেলানীর লাশ কাটা তারে ঝুলে থেকেছে।
এ প্রসঙ্গে বক্তব্য রাখার সময় বিএনপি নেত্রী পাপিয়া ‘৭২ দেশ স্বাধীনের পর ৪২ বছরে উল্লেখ করলে উপস্থাপক তা সংশোধন করে দিয়ে বলেন, ‘৭১ এ দেশ স্বাধীনের পর’। অবশ্য পাপিয়া তাৎক্ষণিক বলেন ৭২ এ সরকার গঠনের পর।
এদিকে, সংলাপে স্থানীয় সমস্যার নিয়ে আলোচনায় আম গাছে অতিরিক্ত হরমোন প্রয়োগ করা প্রসঙ্গে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলা’র যৌথ আয়োজনে পরিচালিত অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১১-২০১৪