ঐতিহ্যবাহী নবান্ন উৎসবে হয়ে গেল নানা আয়োজন

চাঁপাইনবাবগঞ্জের গ্রীণ ভিউ স্কুল সংলগ্ন আম বাগানে শনিবার নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে নানান অনুষ্ঠানমালা।

সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি আয়োজিত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবির।

জেলা প্রশাসকের স্ত্রী ফারজানা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রনালয়ের উপসচিব সুবল বোস মনি, অবসরপ্রাপ্ত শিক্ষক মার্জিনা হক, মহিত কুমার দাঁ, সিরাজুল ইসলাম।

উৎসবে বিভিন্ন ধরণের পিঠা, পুরি, পায়েসসহ অন্যান্য খাবারের আয়োজন করা হয়। সেই সঙ্গে যেমন খুশি তেমন সাজো, বিস্কুল দৌড়, মোরগ লড়াই, হাড়ি ভাঙ্গা ও ঘুড়ি বানানো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১১-২০১৪