ভূয়া ড্রাইভিং লাইসেন্স, বিআরটিএ অফিসের নকল সীলসহ একজন গ্রেফতার

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল স্বরুপনগর এলাকার আল আমিন সুপার মার্কেটের মমিন আলী, প্রচার সম্পাদক, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন এর নিজস্ব অফিসের ভিতর থেকে অভিযান পরিচালনা করে ভূয়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের অপরাধে মোঃ শরিফুল ইসলাম (২২), পিতা- মোঃ হানিফ আলী, সাং- গাবতলারোড, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ২২ টি ভূয়া ড্রাইভিং লাইসেন্স, ০৭ টি বিআরটিএ অফিসের নকল সীল, ০৯ টি রেজিষ্টার এবং ৩১,১৬১/- টাকা সহ গ্রেফতার করেছে।
র‌্যাব জানায়,  শরিফুল দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসের অনুমোদন ব্যতীত অবৈধভাবে সাধারন লোকের নিকট হতে টাকার বিনিময়ে বিআরটিএ অফিসের নকল সীল, নকল মেডিকেল অফিসারের সীল ব্যবহার করে ভূয়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য সাপেক্ষে র‌্যাব নিজস্ব গোয়েন্দার মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকে। এরই ধারাবাহিকতায় অপারেশন দল, ম্যাজিষ্ট্রেট ও বিআরটিএ অফিসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব জানায় অভিযানকালে তার নিকট কয়েকজন সাধারন লোক উপস্থিত ছিল যারা তার প্রতারনার ফাঁদে পা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রতিটি লাইসেন্স বাবদ ১০,০০০/- (দশ হাজার) করে টাকা প্রদান করেছেন। বিআরটিএ অফিসের কর্মকর্তা উক্ত ড্রাইভিং লাইসেন্স ভূয়া এবং কাগজপত্র সব জাল বলে প্রত্যয়ন করেন। উক্ত দোকানে কয়েক শতাধিক বিআরটিএ অফিসের বিভিন্ন  নকল কাগজপত্র, আবেদনকারীর ছবি এবং আবেদনপত্রের সহিত টাকা সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ভূয়া ড্রাইভিং লাইসেন্স সমূহ মোঃ লাদেন আলী (৩০), পিতা-অজ্ঞাত, সাং- ১৭ চামেলীবাগ, ঢাকা এর নিকট হইতে বানাইয়া নিয়া আসে। তারা নিজেরাই ভূয়া মেডিকেল অফিসার সেজে ডাক্তারি সীল তৈরী করে জালিয়াতি করে টাকা গ্রহন করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-২০১৪