তামাক নিয়ন্তণ বিষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ি বাংলাদেশে প্রতি বছর ধুমপান জনিত কারণে ৫৭ হাজার লোকের মৃত্যু হয়। এ জন্য জনসচেতনতা বাড়াতে হবে। আর এ কাজে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি ধুমপান বিরোধী আইনের সঠিক বাস্তবায়ন জরুরী। গতকাল সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত রাজশাহী ও রংপুর বিভাগে তামাক নিয়ন্ত্রণে জনসাধারণের ভ’মিকা এবং তামাক নিয়ন্ত্রণ আইন লংঘন বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো ধুমপান মুক্ত হলেও পরিবহন সেক্টর এখনও ধুমপান মুক্ত নয়। বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট প্রোগ্রাম-বিসিডিপি আজ বিকেলে সাংবাদিকদের সাথে এই মতবিনিময়ের আয়োজন করে। সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক জোনাব আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক সীমান্তের কাগজের সম্পাদক জাফরুল আলম, সাপ্তাহিক চাঁপাই প্রতিদিনের সম্পাদক রফিকুল আলমসহ অন্যান্যরা। তামাক নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন, বিসিডিপির নির্বাহী পরিচালক আলতাফ হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১১-২০১৪