শহীদ মনিমুল হকের ৪৩ তম শাহাদত দিবসে আলোচনা সভা

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নবাবগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদ মনিমুল হকের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ মনিমুল হক ভবনে আলোচনা সভায় বক্তব্য রাখেন,নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধাক্ষ মোঃ ইব্রাহিম,উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক দাউদ হোসেন,নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড.মাযহারুল ইসলাম তরু,অধ্যাপক সিরাজুল ইসলাম, আব্দুস সালাম,জহুরুল আলম, সেলিনা বেগম,শহীদ মনিমুল হকের ছেলে মজিবুল হক বাবুল, রফিক হাসান বাবলু প্রমুখ।আলোচনা সভায় প্রফেসর সুলতানা রাজিয়া বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে উচ্চ শিক্ষার দরজাটা খুলে দেয়ার প্রয়োজন অনুভব করেছিলেন শহীদ মনিমুল হক স্যার। স্যারের লক্ষ্যটা স্থির ছিল বলে তিনি সরকারি চাকুরী ছেড়ে তিনি নবাবগঞ্জ সরকারি কলেজ এর দায়িত্ব হাতে নিয়েছিলেন। যে মানুষটি শিক্ষার প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারেন,তিনি সে দেশের সংকটকালে নীরব থাকতে পারেন না তার প্রমান ছিলেন শহীদ মুনিমুল হক।তার প্রতিষ্ঠা করা কলেজে আজ হাজার হাজার শিক্ষার্থীরা আজ আলোর পথ অনুসরণ করে দেশ ও জাতির সেবা করছে। আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ২৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ও শিক্ষক অধ্যক্ষ মনিমুল হক স্মরণে গোলাম রব্বানী তোতা সম্পাদিত ইতিহাস থেকে ইতিহাস বইয়ের মোড়ক উম্মোচন করেন প্রফেসর সুলতানা রাজিয়া।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান/ ২৭-১১-২০১৪