অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় এজজন আটক

থাই এ্যালুমিনিয়ামের আড়ালে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারের সময় র‌্যাব এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রসিকনগর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-কানসাটগামী মহাসড়কের পার্শ্বে অভিযান চালায়।

এ সময় অভিনব কায়দায় থাই এ্যালুমিনিয়ামের পাইপের ভিতর ফেনসিডিল ভরে পাইপের দুই মুখ বালু সিমেন্টের ঢালাই দ্বারা বন্ধ করে মটর সাইকেলেযোগে অন্যত্র পাচার করার সময় আওয়াল (৩২), পিতা- মোঃ বাদশা, সাং- কমলাকান্তপুর কাড়াইটোলা, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে আটক করা হয়।

তার কাছ থেকে ফেনসিডিল-১০৯ বোতল, মোটরসাইকেল-০১টি, থাই এ্যালুমিনিয়ামের পাইপ/এ্যাঙ্গেল-০৬ টি, হাতুড়ী-০১ টি, লোহার তৈরী ছেনি-০১ টি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল ব্যবসার সাথে নিজের জড়িত থাকার কথা সে স্বীকার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১১-১৪