দূর্ঘটনা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত > আরো ১৮ মামলা

চাঁপাইনবাবগঞ্জে দূর্ঘটনা নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বিধানের লক্ষ্যে অবৈধ, ফিটনেসবিহীন মোটরযান, লাইন্সেসবিহীন চালক, ইজিবাইক, নসিমন, করিমন, ভুটভুটির বিরুদ্ধে অভিযান অভ্যাহত রয়েছে। অভিযানের কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে গেটলক ও মহানন্দা বাস সার্ভিস বন্ধ থাকায় যাত্রিরা পড়ে চরম দুর্ভোগে। চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক স্বদেশ কুমার দাস জানান, বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের দ্বারিয়াপুর এলাকায় অভিযান চলাকালে ২টি বাস, ১২টি ইজিবাইক, ৪টি ভুটভুটি, ৪টি মিশুকসহ ১৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ২টি ট্রাক, ২টি মাহেন্দ্র, ৪টি ভুটভুটি ও ৪ টি মোটর সাইকেলসহ ১৪টি যানবাহন আটক করা হয়েছে। এর সময়ের মধ্যে প্রায় ৮০টি যানবাহ পরীক্ষা করা হয় বলে তিনি জানান। এ দিকে অভিযানের কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে গেটলক ও মহানন্দা বাস সার্ভিস বন্ধ থাকায় যাত্রিরা পড়ে চরম দুর্ভোগে। ঝামেলা এড়াতেই বাস চলাচল বন্ধ রয়েছে বলে এক শ্রমিক নেতা জানান। তবে মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ইয়াহিয়া জানান, আগামীকাল থেকে যথারীতি এই সার্ভিস চালু করা হবে। এ ছাড়া নাচোলে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে ১৯টিকে অর্থদন্ড ও ৭টির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দেশব্যাপী ফিটনেসবিহীন গাড়ি বন্ধের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও এক্্িরকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ওয়াসিফ থানা পুলিশের সহযোগিতায় ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন। নাচোল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, ত্রুটিপূর্ণ কাগজপত্র রাখার দায়ে ১৯টি মটরযান চালককে অর্থদন্ড এবং ৭টি মটরযানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

চাঁপইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-২০১৪