আদালতে ওসি’র বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা কম্পাউন্ডে এক আইনজীবী লাঞ্ছিত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আদালতে ওসি জসিম উদ্দীনের বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবি সমিতি’র সাধারণ সম্পাদক আলী আওয়াল বাউল বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় আসামী করা হয়েছে ওসি জসিম উদ্দীনসহ ৩/৪ জন কর্মরত পুলিশকে। মামলায় স্বাক্ষী হিসেবে নাম দেয়া হয়েছে ঘটনার শিকার আইনজীবি রইস উদ্দীনসহ ৫ জনের।
এদিকে, আইনজীবি লঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে সকালে আদালত চত্বরে আইনজীবিরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা আইনজীবি সমিতির ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি এ্যডভকেট হাবিবুর রহমান, সাধারন সম্পাদক এ্যডভকেট আলী আওয়াল বাউল, সাইফুল ইসলাম রেজা, রবিউল ইসলাম। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বুধবার আইনজীবি রইস উদ্দীন মানবপাচার বিষয়ে একটি মামলা দায়েরের জন্য সদর থানায় গেলে থানার ওসি জসিম উদ্দীন তাকে শারিবীকভাবে লাঞ্ছিত করে। বক্তারা ওসি জসিম উদ্দীনের বিচার ও প্রত্যাহার দাবি করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল আদালত এলাকা প্রদক্ষিণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদ/ ২৭-১১-২০১৪