জোহুরপুর সীমান্তে ১০ ভারতীয় নাগরিক আটকের পর ফেরৎ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকা ১০ ভারতীয় নাগরিককে বুধবার বিজিবি ভারতে ফেরত পাঠিয়েছে। মঙ্গলবার রাতে তারা বাংলাদেশে ঢুকেছিল।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোসলেহ উদ্দীন জানান, জোহুরপুরটেক এলাকার সীমান্ত পিলার নম্বর ২৭/৭ এস এর কাছ দিয়ে ভারতের মুর্শিদাবাদ জেলার সমশেরগঞ্জ থানার ১০ ভারতীয় নাগরিক বাংলাদেশে ঢুকে। এসময় বিজিবি’র একটি দল তাদরেকে বাকের আলী ঘাট থেকে আটক করে। আটককৃতরা হচ্ছে, সমশেরগঞ্জের উত্তর মোহাম্মদপুর গ্রামের রেখা বিবি (৫০), মনোয়ারা বেগম (৫৫), আয়েশা খাতুন (১১), কয়েনা খাতুন (৮), ফুলটুসি খাতুন (৯), মেরিনা বিবি ( ৩৫), রসুল শেখ (৬), মাহবুবুর রহমান (৮মাস), ফিতরা বেগম (৯) ও জুলেখা খাতুন (১৭)।
বিজিবি জানায়, ভারতীয় নাগরিকদের আটকের পর বিএসএফ’র ২০ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়। প্রেক্ষিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের ২৩/৯ এস পিলারের কাছ দিয়ে বিএসএফ ও স্থানীয় গণ্যমান্য বক্তিদের উপস্থিতিতে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-২০১৪
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোসলেহ উদ্দীন জানান, জোহুরপুরটেক এলাকার সীমান্ত পিলার নম্বর ২৭/৭ এস এর কাছ দিয়ে ভারতের মুর্শিদাবাদ জেলার সমশেরগঞ্জ থানার ১০ ভারতীয় নাগরিক বাংলাদেশে ঢুকে। এসময় বিজিবি’র একটি দল তাদরেকে বাকের আলী ঘাট থেকে আটক করে। আটককৃতরা হচ্ছে, সমশেরগঞ্জের উত্তর মোহাম্মদপুর গ্রামের রেখা বিবি (৫০), মনোয়ারা বেগম (৫৫), আয়েশা খাতুন (১১), কয়েনা খাতুন (৮), ফুলটুসি খাতুন (৯), মেরিনা বিবি ( ৩৫), রসুল শেখ (৬), মাহবুবুর রহমান (৮মাস), ফিতরা বেগম (৯) ও জুলেখা খাতুন (১৭)।
বিজিবি জানায়, ভারতীয় নাগরিকদের আটকের পর বিএসএফ’র ২০ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয়। প্রেক্ষিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের ২৩/৯ এস পিলারের কাছ দিয়ে বিএসএফ ও স্থানীয় গণ্যমান্য বক্তিদের উপস্থিতিতে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-১১-২০১৪