রাজমিস্ত্রিদের কারিগরি উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে রাজমিস্ত্রিদের কারিগরি উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শাহ সিমেন্ট ইন্ডস্ট্রিজ লিমিটেডের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে শাহ সিমেন্ট্রের ডিলার লুনা ট্রেডার্স এই প্রশিক্ষণের আয়োজন করে। এ উপলক্ষে শনিবার সকালে সন্ধ্যা কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহ সিমেন্ট ইন্ডস্ট্রিজ লিমিটেড রাজশাহীর সিনিয়র রিজিয়নাল ম্যানেজার সৈয়দ হুমায়ন কবির। লুনা ট্রেডার্সের প্রোপ্রাইটর রাইহানুল ইসলাম লুনার সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিউর রহমানসহ অন্যান্যরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১১-২০১৪
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১১-২০১৪