বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর স্মৃতি ফুটবলের সেমি ফাইনালে পাগলাবাবা
চাঁপাইনবাবগঞ্সজ দর উপজেলার বারোঘরিয়া বাজার চত্ত্বরে অনুষ্ঠিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে পাগলাবাবা ফুটবল দল। আজ ২য় কোয়ার্টার ফাইনালে তারা ২-০ গোলে চকঝগড়– তরুণ সংঘকে পরাজিত করে। দলের পক্ষে রাহিদ ও ময়না গোলদুটি করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ শহিদুল হক সুয়েল/ ১৫-১১-২০১৪
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ শহিদুল হক সুয়েল/ ১৫-১১-২০১৪