সীমান্ত উন্মুক্ত এমন গুজবে...

ভারতের মহদিপুর সীমান্তে শ্যামা পূজা দেখার জন্য দিনভর সীমান্ত উন্মক্ত থাকবে এমন গুজবে কান দিতে গিয়ে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের লাঠিপেটা খেতে হয়েছে বহু দর্শনার্থীকে। শত শত হিন্দু ধর্মালম্বি ও মুসলমান যুবকদের ভিড় ভাঙ্গতেই এই লাঠিপেটার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে সোনামসজিদ ও তার আশেপাশের এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে, ভারতের মালদা জেলা শহরে দীপাবলির বর্ণাঢ্য আয়োজন দেখার জন্য শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সোনামসজিদের বিপরীতে মহদিপুর সীমান্ত উন্মুক্ত থাকবে। এ গুজবে কান দিয়ে শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকার প্রায় দু’ শতাধিক হিন্দু ধর্মালম্বি ভিড় জমায় সোনামজিদ স্থল বন্দরের নো ম্যানস ল্যান্ডের কাছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পরিমাণ বাড়তে থাকলে নো ম্যানস ল্যান্ডে ছুটে আসে সোনামসজিদ বিওপির বিজিবি’র একটি দল। তাদের সঙ্গে যোগ দেয় ইমিগ্রেশন পুলিশ। এ পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। সোনামসজিদ বিওপি’র কোম্পানী কমান্ডার শামসুর রহমান বলেন, ‘পাসপোর্ট ও ভিসা ছাড়া অন্য রাষ্ট্রের অভ্যান্তরে কোন বিদেশী নাগরিকের জমায়েত হবার সুযোগ নেই। এটি শুধুই গুজব’।