শিবগঞ্জে সিএন্ডএফ এজেন্ট ও যুবলীগ নেতা গুলিতে নিহত
স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা ও সোনামসজিদ স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট মনিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে কারযোগে শিবগঞ্জ বাজার আসার পথে ষ্টেডিয়ামের সামনে দূর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
পুলিশ জানায়, হত্যাকান্ডের খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন বলেন, ‘হত্যাকান্ডের পেছনে রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে’।