শিবগঞ্জ হাসপাতালের তিন চিকিৎসক আটক!
জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর রায় ঘোষণাকে ঘিরে বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত- শিবিরের সঙ্গে পুলিশ-বিজিবি’র সংঘর্ষে গুলিতে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়ার সময় পুলিশকে অবহিত না করায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’ চিকিৎসক ও এক স্বাস্থ্য সহকারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকের এই ঘটনাকে পুলিশ বলেছে ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছে’।
সূত্র জানায়, রাত ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একদল পুলিশ নিয়ে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রহমান, চিকিৎসক আফিয়া ফেরদৌস ও স্বাস্থ্য সহকারী শরিফুল ইসলামকে আটক করে। ওই সূত্র জানায়, সংঘর্ষে পুলিশ বিজিবি’র গুলিতে আহত জামায়াত শিবির কর্মীদের চিকিৎসা দেয়ার সময় পুলিশকে অবহিত না করার দায়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের সূত্র জানিয়েছে, পুলিশ জানতে না পারার কারণে চিকিৎসা নিতে যাওয়া জামায়াত শিবির কর্মীরা চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিয়ে পালিয়ে যাওয়া দুস্কৃতকারীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছে’।
এদিকে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সূত্র জানিয়েছে, রাতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে ওই চিকিৎসকদের গাফেলতি তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে রাতেই তাদের ছেড়ে দেয়ার কথা হয়েছে।
সূত্র জানায়, রাত ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একদল পুলিশ নিয়ে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রহমান, চিকিৎসক আফিয়া ফেরদৌস ও স্বাস্থ্য সহকারী শরিফুল ইসলামকে আটক করে। ওই সূত্র জানায়, সংঘর্ষে পুলিশ বিজিবি’র গুলিতে আহত জামায়াত শিবির কর্মীদের চিকিৎসা দেয়ার সময় পুলিশকে অবহিত না করার দায়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের সূত্র জানিয়েছে, পুলিশ জানতে না পারার কারণে চিকিৎসা নিতে যাওয়া জামায়াত শিবির কর্মীরা চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিয়ে পালিয়ে যাওয়া দুস্কৃতকারীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসা হয়েছে’।
এদিকে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সূত্র জানিয়েছে, রাতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে ওই চিকিৎসকদের গাফেলতি তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে রাতেই তাদের ছেড়ে দেয়ার কথা হয়েছে।