রাজশাহীতে মোটাতাজাকরণ ওষুধ তৈরী > এসএ পরিবহনের ম্যানেজারের কারাদন্ড
রাজশাহীতে অবৈধভাবে গবাদিপশু মোটাতাজাকরণ ওষুধ তৈরি ও বিক্রের অভিযোগে ফিউচার ড্রিম এগ্রোভেট কোম্পনির মালিক মাহাবুবুর রহমানসহ তিন জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলামগীর কবির ও শিমুল আখতার এ রায় দেন।
মাহাবুবুর রহমান এসএ পরিবহন রাজশাহী শাখার ম্যানেজার।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সদস্যরা মহানগরের সপুরা পবাপাড়া এলাকায় ওই কোম্পনীতে অভিযান চালায়। এ সময় কোম্পানীর বৈধতা না থাকা ও ভেজাল ওষুধ মোড়কজাত করে বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানের এমডি মাহাবুবুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করে।
অপরদিকে, বিচারকের সামনে প্রতিষ্ঠানের এমডি মাহাবুবুর রহমানের অর্ধেক শেয়ারের অংশীদার এ মর্মে স্বীকারোক্তি দেওয়ায় কালী বাবু ও কামরুল হুদাকে দুই মাসের কারদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ সময় র্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর শফিক উপস্থিত ছিলেন। র্যাাব-৫ এর মিডিয়া সেলের অফিসার সিনিয়র এএসপি ড. মীর্জা গোলাম সারোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলামগীর কবির ও শিমুল আখতার এ রায় দেন।
মাহাবুবুর রহমান এসএ পরিবহন রাজশাহী শাখার ম্যানেজার।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সদস্যরা মহানগরের সপুরা পবাপাড়া এলাকায় ওই কোম্পনীতে অভিযান চালায়। এ সময় কোম্পানীর বৈধতা না থাকা ও ভেজাল ওষুধ মোড়কজাত করে বাজারজাত করার অভিযোগে প্রতিষ্ঠানের এমডি মাহাবুবুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করে।
অপরদিকে, বিচারকের সামনে প্রতিষ্ঠানের এমডি মাহাবুবুর রহমানের অর্ধেক শেয়ারের অংশীদার এ মর্মে স্বীকারোক্তি দেওয়ায় কালী বাবু ও কামরুল হুদাকে দুই মাসের কারদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। এ সময় র্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর শফিক উপস্থিত ছিলেন। র্যাাব-৫ এর মিডিয়া সেলের অফিসার সিনিয়র এএসপি ড. মীর্জা গোলাম সারোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।