বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রেলমন্ত্রী > দেনমোহর ৫ লাখ টাকা

বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তা। শুক্রবার বিকেল ৩টা ১৭ মিনিটে কাবিননামায় সই করেন বর-কনে। দেনমোহরের ৫ লাখ ১ টাকা বিয়ের আসরেই কনেপক্ষকে পরিশোধ করা হয়েছে।
এর আগে বর মুজিবুল হক চান্দিনা উপজেলার মীরাখোলা গ্রামে শ্বশুরবাড়ি পৌঁছান। শুক্রবার বেলা ৩টা ৫ মিনিটে বরকে স্বাগত জানান শ্বশুরবাড়ির লোকজন। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বেইলী রোডের সরকারি বাসভবন থেকে বরযাত্রী নিয়ে রওনা দেন মন্ত্রী।
বরের আগমনী বার্তায় সরগরম হয়ে ওঠে মীরাখোলা গ্রাম। বর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে গ্রামে।
ছয় মন্ত্রীসহ অর্ধশতাধিক সংসদ সদস্য রেলমন্ত্রীর বরযাত্রী হয়েছেন। এ ছাড়া আরও সাড়ে ছয় শতাধিক বরযাত্রী বিচ্ছিন্নভাবে কনের বাড়িতে আসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-১০-২০১৪
বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তা। শুক্রবার বিকেল ৩টা ১৭ মিনিটে কাবিননামায় সই করেন বর-কনে। দেনমোহরের ৫ লাখ ১ টাকা বিয়ের আসরেই কনেপক্ষকে পরিশোধ করা হয়েছে।
এর আগে বর মুজিবুল হক চান্দিনা উপজেলার মীরাখোলা গ্রামে শ্বশুরবাড়ি পৌঁছান। শুক্রবার বেলা ৩টা ৫ মিনিটে বরকে স্বাগত জানান শ্বশুরবাড়ির লোকজন। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বেইলী রোডের সরকারি বাসভবন থেকে বরযাত্রী নিয়ে রওনা দেন মন্ত্রী।
বরের আগমনী বার্তায় সরগরম হয়ে ওঠে মীরাখোলা গ্রাম। বর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে গ্রামে।
ছয় মন্ত্রীসহ অর্ধশতাধিক সংসদ সদস্য রেলমন্ত্রীর বরযাত্রী হয়েছেন। এ ছাড়া আরও সাড়ে ছয় শতাধিক বরযাত্রী বিচ্ছিন্নভাবে কনের বাড়িতে আসেন।
- See more at: http://www.thereport24.com/article/66598/index.html#sthash.k6mvYdga.dpuf
বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক ও হনুফা আক্তার রিক্তা। শুক্রবার বিকেল ৩টা ১৭ মিনিটে কাবিননামায় সই করেন বর-কনে। দেনমোহরের ৫ লাখ ১ টাকা বিয়ের আসরেই কনেপক্ষকে পরিশোধ করা হয়েছে।
এর আগে বর মুজিবুল হক চান্দিনা উপজেলার মীরাখোলা গ্রামে শ্বশুরবাড়ি পৌঁছান। শুক্রবার বেলা ৩টা ৫ মিনিটে বরকে স্বাগত জানান শ্বশুরবাড়ির লোকজন। দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বেইলী রোডের সরকারি বাসভবন থেকে বরযাত্রী নিয়ে রওনা দেন মন্ত্রী।
বরের আগমনী বার্তায় সরগরম হয়ে ওঠে মীরাখোলা গ্রাম। বর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে গ্রামে।
ছয় মন্ত্রীসহ অর্ধশতাধিক সংসদ সদস্য রেলমন্ত্রীর বরযাত্রী হয়েছেন। এ ছাড়া আরও সাড়ে ছয় শতাধিক বরযাত্রী বিচ্ছিন্নভাবে কনের বাড়িতে আসেন।
- See more at: http://www.thereport24.com/article/66598/index.html#sthash.k6mvYdga.dpuf