রহনপুর পৌর আওয়ামীলীগের সম্মেলন > আজিজ সভাপতি গোলাম রাব্বানী বিশ্বাস সা. সম্পাদক

বাংলাদেশ আওয়ামীলীগ রহনপুর পৌরশাখার ত্রি-বার্ষিক সম্মেলন রহনপুর এ.বি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার সকালে আয়োজিত এ সম্মেলনের সভাপতিত্ব করেন রহনপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সাংগাঠনিক সম্পাদক এ এইচ এম খাইরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মইনুদ্দিন মন্ডল। বক্তব্য রাখেন, সাবেক এমপি জিয়াউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান, রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন বিশ্বাস, রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস। সভা শেষে সর্বসম্মতিতে আব্দুল আজিজকে সভাপতি ও গোলাম রাব্বানী বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে রহনপুর পৌর আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথি এ এইচ এম খাইরুজ্জামান লিটন তার বক্তব্যে বিএনপি’র উদ্যেশে বলেন, চাঁদ দেখা কমিটির মত দিনক্ষন নির্ধারণ করে আন্দোলন করা যায় না। তিনি, আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলি জনগনের মাঝে ছড়িয়ে দিতে নেতা-কর্মীদের আহবান জানান।

,