বিনোদপুরে কমিটি গঠন নিয়ে আ’লীগের দু’পক্ষে সংঘর্ষ ॥ আহত ১৫
বাংলাদেশ আওয়ামীলীগের বিনোদপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসেরহাট বাজারে শনিবার বিকেলে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এলাকাবাসী জানায় বিনোদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটি গঠনের জন্য খাসেরহাট বাজারে স্থানীয় এমপি গোলাম রাব্বানীর নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ রুহুল আমীন ও উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি হারুনুর রশিদ মান্টু গ্র“পের সাথে আওয়ামীলীগ নেতা এনামুল গ্র“পের সংঘর্ষ বেধে যায়। এতে বেশ কিছু ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রন হয়। সংঘর্ষে আহতের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছিল। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং আবারো কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনা শুরুর প্রক্রিয়া চলছিল।
এ ব্যাপারে বিবদমান উভয় গ্রুপই একে অপরকে দায়ী করে বলেছেন, ‘ দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামায়াতের লোকজনকে নিয়ে হামলা করা হয়েছে’।
এলাকাবাসী জানায় বিনোদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কমিটি গঠনের জন্য খাসেরহাট বাজারে স্থানীয় এমপি গোলাম রাব্বানীর নেতৃত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ রুহুল আমীন ও উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি হারুনুর রশিদ মান্টু গ্র“পের সাথে আওয়ামীলীগ নেতা এনামুল গ্র“পের সংঘর্ষ বেধে যায়। এতে বেশ কিছু ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রন হয়। সংঘর্ষে আহতের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছিল। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং আবারো কমিটি গঠনের উদ্দেশ্যে আলোচনা শুরুর প্রক্রিয়া চলছিল।
এ ব্যাপারে বিবদমান উভয় গ্রুপই একে অপরকে দায়ী করে বলেছেন, ‘ দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি জামায়াতের লোকজনকে নিয়ে হামলা করা হয়েছে’।