দিনাজপুর সীমান্তে ৭ বাংলাদেশিকে আটক করেছে বিএসএসফ


দিনাজপুরের বিরামপুরের দাউদপুর সীমান্তে ৭ জন বাংলাদেশি নাগরিককে শনিবার বিএসএফ আটকের পর ভারতীয় পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই ৭ জনের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ এনেছে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীর সদস্যরা।
বিজিবি জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের ২৯১ মেইন পিলার থেকে প্রায় কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় বসন্তা গ্রামে আটক বাংলাদেশি ৭ নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে রয়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর মোন্নাপাড়া গ্রামের বাসিন্দা সুজা উদ্দিন মোল্লার দুই ছেলে আলম হোসেন এবং নুর নবী, আবু তাহের মন্ডলের ছেলে মোতালেব হোসেন, কছিমুদ্দিনের ছেলে বাবলু মিয়া, তাছির উদ্দিন মোল্লার ছেলে মামুনুর রশীদ মামুন, জোতবানী ইউনিয়নের শ্যামনগর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আকতারুল ইসলাম এবং অজ্ঞাত পরিচয় আরো একজন।
বিজিবি'র পক্ষ থেকে যোগাযোগ করা হলে ওই ৭ নাগরিককে আটক করে ভারতীয় বালুরঘাট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। আটক হওয়ারা গত শুক্রবার আগ্রা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল।