পিয়াস করিম আমার ভার্সিটি জীবনের বন্ধু

পিয়াস করিম আমার ভার্সিটি জীবনের বন্ধু। বিভাগ ভিন্ন, ব্যাচ এক। আমরা দলবেঁধে বহু আড্ডা দিয়েছি। কিছুদিন সিনেমা নিয়ে কাজ করেছি।( তারেক মাসুদ সিনেমা নিয়েই থেকে গেল।) পিয়াস বাম রাজনীতি করত, সেসময় জেনেছি। আমি বাম রাজনীতিতে বিশ্বাস করতাম। আমাদের দল অবশ্য এক ছিল না। ভার্সিটি জীবন শেষ হলে দেখা হওয়া কমে গেল। ও বিদেশ চলে গেল একসময়। সময় একটা বড় ব্যাপার। দীর্ঘদিন পর ও বিদেশ থেকে ফিরলে ফোনে কথা হলো কয়েকবার, দেখা হলো মাত্র একবার। এই একবার দেখা হওয়ায় মানে কিন্তু এই না, ও আমার বন্ধু ছিল না। আ...মার ধারণা, পিয়াস মৃত্যুর পর শহীদ মিনারে যাবে, এটি ওর দূর-কল্পনায়ও ছিল না। এই যে চেষ্টা হলো ওর মৃতদেহ শহীদ মিনারে নেওয়ার, এটা অবশ্যই একটি রাজনৈতিক চেষ্টা। রাজনীতি এরকমই। তবে এই রাজনীতিতে তাদের জয়ী হওয়ার কথা ছিল না। এখানে যাদের জয়ী হওয়ার কথা, তারাই হয়েছে। কিন্তু এই বাহ্যিক জয়টা আসলে কেমন, যারা জয়ী তারা কি এটা ভাববেন? টিভি চ্যানেলে চ্যানেলে কেউ একজন তার কথা বলতে পারবেন, লক্ষ লক্ষ লোক তার কথা শুনতে ও ভক্তও হতে পারবেন, কিন্তু আমি তাকে দেশদ্রোহী মনে করি বলে তার মৃতদেহ শহীদ মিনারে আনতে দেব না, জয় কি সত্যিই এখানে? অবশ্য মানুষের মানসিক শান্তি ও সন্তুষ্টির দরকার আছে।