কমলাকান্তপুর থেকে প্রায় ৩ কেজি গাঁজাসহ বাবু নামে একজনকে আটক করেছে র্যাব
জেলার শিবগঞ্জ উপজেলার কমলকান্তপুর কাড়াইটোলা থেকে গতকাল প্রায় ৩ কেজি গাঁজাসহ বাবু নামে একজনকে গ্রেফতার কেরছে র্যাব। গ্রেফতার হওয়া বাবু একই উপজেলার পারঘোড়াপাকিয়া রাধাকান্তপুর গ্রামের আলকেস মাস্টারের ছেলে।র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কমলাকান্তপুুর এলাকায় অভিযান চালিয়। এ সময় কেজি ৭শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ি বাবুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।