অনৈতিক সর্ম্পকের পর হত্যা > গোমস্তাপুরের হত্যাকারীর যাবজ্জীবন কারদন্ড

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় মুশারফ হোসেন মুসা নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে জেলা দায়রা জজ কবিতা খানম এই আদেশ দেন দন্ডপ্রাপ্ত মুসা গোমস্তাপুর উপজেলার ব্রজনাথপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে এই মামলার অপর আসামী আনারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ব্রজনাথপুর গ্রামের মৃত সাজ্জাদ মনাডলের স্ত্রী সায়েরা বেগম সাথে দন্ডপ্রাপ্ত মুসা নানী নাতির সম্পর্ক এবং এক পর্যায়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এক সময় সায়েরা বেগম গর্ভবতী হলে বাচ্চা নষ্ট করার নাম করে ২০১০ সালের জুলাই সায়েরাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর পার্শ্ববর্তী মহানন্দা নদীর পশ্চিম পারে বালির মধ্যে পুতে রাখে ঘটনায় নিহতের ভাতিজি জামাই আনারুল ইসলাম বাদী হয়ে একই বছর ২৮ জুলাই গোমস্তাপুর থানায় মামলা হত্যা মামলা দায়ের করেন এবং ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ মামলার শুনানী শেষে গতকাল আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়

,