নাচোলে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ যাদুঘর প্রদর্শনী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ যাদুঘর ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন শিক্ষার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে ।
শনিবার কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শহর ও গ্রামের শিক্ষার্থীদের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ক জ্ঞান লাভের জন্য বিভিন্ন এলাকা সফর করছে । গত ১২-২৯ সেপ্টম্বর পর্যন্ত চাঁপাইনাবাবগঞ্জ জেলায় এ শফর অব্যাহত থাকবে। শনিবার দুপুর পর্যন্ত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান সফর করেছে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ যাদুঘরের ১টি বাস। এ সফরের দায়িত্বে নিয়োজিত ছিলেন, মুক্তিযুদ্ধ যাদু ঘরের কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ,সহকারী কর্মকর্তা নুরনবী।যাদুঘরে মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত আসবাবপত্র যত্রাংশ,ঐতিহাসিক ছবি,মুক্তিযুদ্ধ চলাকালীণ হত্যা ও নির্যাতনের ছবি,মহান নেতাদের ছবি প্রভৃতি প্রদর্শন করা হয়। এ প্রদর্শনীতে অংশ নেয় শিক্ষার্থী ছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা কমন্ডার মতিউর রহমান, মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক ও বিভন্ন পেশার মানুষ।