বিজিবি’র গরু আটকের জের > শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়ে মহাসড়ক অবরোধ

বিজিবি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী কোরবানীর গরু আটকের ঘটনাকে ঘিরে শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড়ে মহাসড়কে ব্যারিকেড দিয়েছে গরু ব্যবসায়ীয়া। ফলে মহাসড়কের দু’ধারে আটকা পড়েছে শত শত যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে কোরবানীর গরুবাহী ট্রাক থেকে বিজিবি ১৫৩ টি গরু আটক করে। এ ঘটনার প্রতিবাদে ব্যাবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে গরুবাহী ট্রাক দিয়ে ব্যারিকেড। গরু ব্যবসায়ীদের অভিযোগ, বাড়ির পোষা গরু পরিবহনের সময় বিজিবি তা আটক করায় তারা ব্যারিকেড দিয়েছে। তবে, বিজিবি জানায়, আটক ১৫৩টি গরুর মধ্যে ১০৫ টি দেশী গরু ছেড়ে দেয়া হয়েছে। বাকী ৪৮ টি ভারতীয় গরু শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
এদিকে, প্রশাসন যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিলেও এ খবর লেখা সময় পর্যন্ত (রাত একটা) ব্যারিকেডের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ যাত্রীরা।