সোনামসজিদ তোহাখানায় পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত
শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে হজরত শাহ নেয়ামতুল¬াহ (রঃ) তোহাখানা মসজিদে পবিত্র ঔরশ শরীফ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ ও জেলার বাইরে থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি¬¬¬ অংশগ্রহণ করে। পবিত্র ওরশ উপলক্ষে তোহখানা চত্বরে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে তোহাখানা মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জুম্মার নামাজের পর বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লি¬¬দের দেখার জন্য শাহ নেয়ামতুল¬াহ (রঃ) এর বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরআগে গতকাল বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঔরশে অংশগ্রহনের অংশ হিসেবে এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। এছাড়াও ওরশ শরীফ উপলক্ষ্যে সোনামসজিদের রাস্তার দু’ধারে বিভিন্ন পন্যের মেলা বসেছে।