টেলিটক মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল বিষয়ক রিটেইলার সভা

“সময়. শ্রম ও অর্থ বাঁচাতে আপনার বিদ্যুৎ বিল পরিষদ করুন টেলিটকের মাধ্যমে” এই শ্লোগানকে সামনে রেখে  চাঁপাইনবাবগঞ্জে শনিবার এস এস এন্টার প্রাইজের আয়োজনে টেলিটক মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল বিষয়ক রিটেইলার সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় রিটেইলার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)’র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ হাসান শাহনেওয়াজ। এস এস এন্টার প্রাইজের প্রোপাইটার সাদিউল হক রনজুর সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন,
পবিস’র জেনারেল ম্যানেজার অর্থ সিদ্দিকুর রহমান, হিসাব রক্ষক আফজাল মন্ডল, দেলোয়ার হোসেন,টেলিটকের ম্যাকেটিং অীফসার দুরুল আমিন প্রমুখ। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল টেলিটক ড্রিষ্ট্রিবিউটার অংশগ্রহণ করেন।