চর বাগডাঙ্গায় ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথানপাড়া এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে সদর থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা এই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিক হচ্ছে, মুর্শিদাবাদ জেলার আতাচর থানার হঠাৎপাড়ার রুস'ম শেখের ছেলে ইসমাইল শেখ (৩০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জসিমউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথানপাড়া এলাকার রাস-ার উপর থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে সদর থানা পুলিশ। থানা পুলিশের এসআই দুলাল ও আজিমের নেতৃত্বে পুলিশের একটি দল ইসমাইলকে গ্রেফতার করে। ইসমাইল দীর্ঘদিন থেকেই বাংলাদেশে মাদক ও বিভিন্ন চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত। আটক ভারতীয় নাগরিক ইসমাইলকে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রিএ্যাক্ট এর ৪ ধারায় মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

,