গোমসত্মাপুর সীমানেত্ম থেকে বিদেশী পিসত্মল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমসত্মাপুরে মঙ্গলবার রাতে উপজেলার বিভিষন সীমানত্ম থেকে ১টি বিদেশী পিসত্মুলসহ ১রাউন্ড গুলি উদ্ধার করেছে বিভিষন ক্যাম্পের বিশেষ টহল দল।
৪৩ বিজিবির লে: কর্নেল আ: মজিদ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বিভিষন সীমানেত্মর জোরা ব্রিজের পুকুর পাড়ে ২১৯/৭৩আর পিলার থেকে একশ গজ বাংলাদেশের অভ্যনত্মরে বিভিষন ক্যাম্পের বিশেষ টহল দল টহলে গেলে তাদের টের পেয়ে ভারতের ইটাগাথা, মালদাহ সীমানেত্মর দিক থেকে আসা দুই জন অনুপ্রবেশকারী পালাতে চেষ্টা করে । পরে বিভিষন ক্যাম্পের বিশেষ টহল দল তাদেও ধাওয়া করলে অনুপ্রবেশকারী দুই জন তাদের হাতে থাকা পিসুত্মলের কাপড়ের ব্যাগটি ফেলে পালিয়ে যায়।পরে বিভিষন ক্যাম্পের বিশেষ টহল দল ব্যাগে থাকা ১টি বিদেশী পিসত্মুল ও ১রাউন্ড গুলি উদ্ধার করে নিয়ে আসে। @ গোমসত্মাপুর প্রতিনিধি
৪৩ বিজিবির লে: কর্নেল আ: মজিদ জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বিভিষন সীমানেত্মর জোরা ব্রিজের পুকুর পাড়ে ২১৯/৭৩আর পিলার থেকে একশ গজ বাংলাদেশের অভ্যনত্মরে বিভিষন ক্যাম্পের বিশেষ টহল দল টহলে গেলে তাদের টের পেয়ে ভারতের ইটাগাথা, মালদাহ সীমানেত্মর দিক থেকে আসা দুই জন অনুপ্রবেশকারী পালাতে চেষ্টা করে । পরে বিভিষন ক্যাম্পের বিশেষ টহল দল তাদেও ধাওয়া করলে অনুপ্রবেশকারী দুই জন তাদের হাতে থাকা পিসুত্মলের কাপড়ের ব্যাগটি ফেলে পালিয়ে যায়।পরে বিভিষন ক্যাম্পের বিশেষ টহল দল ব্যাগে থাকা ১টি বিদেশী পিসত্মুল ও ১রাউন্ড গুলি উদ্ধার করে নিয়ে আসে। @ গোমসত্মাপুর প্রতিনিধি