রাজ মিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত

সেনা কল্যাণ সংস্থার শিল্প প্রতিষ্ঠান মঙ্গলা সিমেন্ট ফ্যাক্টরির উৎপাদিত এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের রাজ মিস্ত্রি সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্প কলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, সেনা কল্যাণ সংস্থার উপ-মহাপরিচালক (বিপণন) কর্ণেল আহমদ তারেক সুমীন, মঙ্গলা সিমেন্ট ফ্যাক্টরির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মাকছুদুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্টের চাঁপাইনবাবগঞ্জের ডিলার এমদাদুল হক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাবের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
এর আগে হাতি, ঘোড়াগাড়ি ও রিকশা যোগে প্রচারণামূলক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শেষে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে সেনা কল্যাণ সংস্থার সহকারী বিপণন কর্মকর্তা হাসিদুর রহমান হাসিবসহ অন্যান্য কর্মকর্তা-নির্মাণ শ্রমিক নেতৃবৃন্দ ও নির্মাণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।