শোক দিবস উপলড়্গে চিত্রাংকন রচনা প্রতিযোগিত ও পুসত্মক প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলাদেশ শিশু একাডেমী  ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের  উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৩৯ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন,রচনা, কবিতা আবৃত্তি প্রতিওযোগিতা ও বঙ্গবন্ধুর উপর পুসত্মক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে এইসব কর্মসূচির আয়োজন করা হয়। এইসব কর্মসূচির  উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। এসময় উপসি'ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নজরম্নল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শফিকুল আলম,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা খানম প্রমুখ।
মোট তিনটি ক্যাটাগরিতে ১ম হতে ৩য় শ্রেণী ,চতুর্থ শ্রেণী হতে ৬ষ্ঠ, ৭ম হতে ১০ম শ্রেণী  পর্যনত্ম চিত্রাংকন,রচনা,কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার সকালে শোক র‌্যালী,আলোচনা সভা পুরস্কার বিতরণ ও বিকেলে মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

, ,