গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডিতে জয় পেয়েছে আদর্শ স্কুল

চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে ৪৩তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪ এর চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোববারের খেলায় বালিকা কাবাডিতে সদর উপজেলার জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়। তারা ৪১-১২ পয়েন্টে নাচোল উপজেলার মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বালক হ্যান্ডবলে সদর উপজেলার ফুলকুড়ি ইসলামিক একাডেমি ২৩-৩ গোলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পড়্গে শাহনুর ৯, আজম, আলামিন ও হেলাল প্রত্যেকে ৩টি করে ও সামীর ও সাজিদ প্রত্যেকে ২টি করে গোল করে। অপরদিকে বালিকা হ্যান্ডবলে সদর উপজেলার মাসুদ-উল হক ইন্সটিটিউট ৯-১ গোলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পড়্গে শ্রীমতি ৪, মাউনজেরা ৩ ও শীলা ২টি এবং বিজীত দলের পড়্গে সখিনা একমাত্র গোলটি করে। @ শহিদুল হক সুয়েল

,