শিবগঞ্জের বিনোদপুর থেকে একটি পিস্তুল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রাম থেকে একটি পিস্তুল, ৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবির উপ-পরিচালক মো মোসলেহ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে মনাকষা বিজিবি ক্যাম্পের একটি টহল দল একবরপুর গ্রামে অভিযান চালায়। এসময় এক সাইকেল আরোহী টহল দলকে দেখে রাস্তার পাশে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এদিকে গত রাতে বিজিবির অপর একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার মিল এলাকা থেকে ৪ টি গরু আটক করেছে। যার মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা।