নারায়ণগঞ্জে অপহৃত শিশু চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন জানান, লড়্গিনগরের আব্দুল মতিনের ছেলে ইমন (৬) কে গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) অপহরণ করে নিয়ে আসে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরের নুরম্নল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও একই এলাকার এমদাদ হোসেন। এ ঘটনায় নারায়ণগঞ্জ থানায় মামলা হলে মামলার সূত্র ধরে পুলিশ সন্ধ্যায় দেবীনগরে অভিযান চালিয়ে ইমনকে উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দেবীনগরের এহসান আলীর ছেলে তাজেমুল হককে। পরে উদ্ধার হওয়া ইমনকে তার পিতা আব্দুল মতিনের কাছে হসত্মানত্মর করা হয়েছে।