শিবগঞ্জে পুলিশের কাছ থেকে চোরকারবারী ছিনতাই
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে ভারতীয় চোরাই মোবাইল ফোন সেটের দুই চোরাকারবারীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে চোরকারবারী গ্রম্নপ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযানে যাওয়া দুই পুলিশ কর্মকর্তাকেও অবরম্নদ্ধ করে রাখে চোরাকারবারি সিন্ডিকেট।
সুত্র জানায়, ভারতীয় চোরাই মোবাইল ফোন সেটের রমরমা বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহফুজ ও সহকারী উপ-পরিদর্শক মোঃ ফারম্নক সাদা পোশাকে সন্ধ্যায় বিনোদপুর বাজারে যায়। সেখানে চোরাই মোবাইল ফোন সেটসহ এ ব্যবসার সঙ্গে জড়িত সোহেল ও কবিরকে আটক করে। ওই সূত্র জানায়, তাদের আটক করে নিয়ে আসার সময় কবির তার কাছে থাকা কিছু টাকা বিনোদপুর বাজারের দোকানদার সফিকুলকে চালিয়ে দিলে পুলিশ সফিকুলকেও আটকের চেষ্টা করে। এ সময় বাজারের চোরাই মোবাইল ফোন সেটের বিক্রেতা ( চোরাকারবারী গ্রম্নপ) সহ অন্যান্য দোকানদাররা ড়্গিপ্ত হয়ে উঠে এবং পুলিশের কাছ থেকে কবির ও সোহেলকে ছিনিয়ে নেয়। সূত্র জানায়, আসামী ছিনিয়ে নেয়ার পর অভিযানে যাওয়া এসআই মাহফুজ ও ফারম্নককে ইউনিয়ন পরিষদে অবরম্নদ্ধ করে রাখে তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস'লে গিয়ে তাদের উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান মোবাইল ফোন সেট চোরাকারবারী ছিনিয়ে নেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ ঘটনার পর পুলিশী অভিযান চলছে। তবে, কোন পুলিশ অবরম্নদ্ধ হয়নি’।
এদিকে স'ানীয় সূত্রগুলো জানিয়েছে, পুলিশের হাতে আটক হওয়া সোহেল ও কবির স'ানীয় আওয়ামীলীগের সঙ্গে জড়িত।
সুত্র জানায়, ভারতীয় চোরাই মোবাইল ফোন সেটের রমরমা বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহফুজ ও সহকারী উপ-পরিদর্শক মোঃ ফারম্নক সাদা পোশাকে সন্ধ্যায় বিনোদপুর বাজারে যায়। সেখানে চোরাই মোবাইল ফোন সেটসহ এ ব্যবসার সঙ্গে জড়িত সোহেল ও কবিরকে আটক করে। ওই সূত্র জানায়, তাদের আটক করে নিয়ে আসার সময় কবির তার কাছে থাকা কিছু টাকা বিনোদপুর বাজারের দোকানদার সফিকুলকে চালিয়ে দিলে পুলিশ সফিকুলকেও আটকের চেষ্টা করে। এ সময় বাজারের চোরাই মোবাইল ফোন সেটের বিক্রেতা ( চোরাকারবারী গ্রম্নপ) সহ অন্যান্য দোকানদাররা ড়্গিপ্ত হয়ে উঠে এবং পুলিশের কাছ থেকে কবির ও সোহেলকে ছিনিয়ে নেয়। সূত্র জানায়, আসামী ছিনিয়ে নেয়ার পর অভিযানে যাওয়া এসআই মাহফুজ ও ফারম্নককে ইউনিয়ন পরিষদে অবরম্নদ্ধ করে রাখে তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস'লে গিয়ে তাদের উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান মোবাইল ফোন সেট চোরাকারবারী ছিনিয়ে নেয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ ঘটনার পর পুলিশী অভিযান চলছে। তবে, কোন পুলিশ অবরম্নদ্ধ হয়নি’।
এদিকে স'ানীয় সূত্রগুলো জানিয়েছে, পুলিশের হাতে আটক হওয়া সোহেল ও কবির স'ানীয় আওয়ামীলীগের সঙ্গে জড়িত।