ঈদ উপলড়্গে সোনামসজিদ বন্দর তিন দিন বন্ধ থাকবে

ঈদুল ফিতর উপলড়্গে দেশের দ্বিতীয় বৃহত্তম স'লবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স'লবন্দরের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে।  স'লবন্দরের সহকারী কমিশনার কেফায়েত উল্যাহ মজুমদার জানান, সোনামসজিদ স'লবন্দর ২৮, ২৯ ও ৩০ জুলাই এই তিন দিন সরকারি ছুটি থাকায় সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ব্যবস'ায় বন্দরের ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে।

,