ফরমালিন যুক্ত আম ঢাকায় পাঠানোর সময় শিবগঞ্জে ৩০ মন আম ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপরিপক্ক আমে ক্ষতিকর রাসায়নিক উপকরণ ফরমালিন দেয়ার অপরাধে গত মঙ্গলবার রাতে প্রায় ৩০ মন আম ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। হিমসাগর ও গোলাপবাস জাতের এই আমগুলো প্যাকেটজাত করে ট্রাকযোগে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে তা আটক করা হয়। 
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা এলাকায় অপরিপক্ক আমে ফরমালিন মেশানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। এসময় আব্দুল মতিনের আড়ৎ থেকে ফরমালিন যুক্ত ৫৭ ক্যারেট আম আটক করে ধ্বংস করা হয়।

,