শিক্ষার আন্দোলন গড়ে তুলার আহবান যুগ্ন সচিবের

ইউনিযন পরিষদ চেয়ারম্যানদের উদ্দেশ্যে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব শ্যামা প্রসাদ ব্যাপারী বলেছেন, শিক্ষার আন্দোলন গড়েতুলতে হবে। আর যেন কোন মানুষের কোন শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সে জন্য জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতে হবে। দেখবেন পরের নির্বাচনে আপনাদের ভোটের অভাব হবেনা। কারণ, প্রতিটি মা বাবা চায় তাদের সন্তানেরা লেখাপড়া শিখে মানুষ হোক। কাজেই আপনাদের সহযোগিতায় তাদের ছেলে মেয়েরা যখন লেখাপড়া শিখে মানুষ হবে তখন তারাই আপনাদের নির্বাচিত করবে। আজ বুহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকদের আইসিটি স্কীল এন্ড টিচারস লীড কনটেন্ট ডেভেলপমেন্ট প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড, কেএম কামরুজ্জামান সেলিম, আলহাজ্ব রুহুল আমিন।
শেষে সদর উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন প্রশিক্ষণগ্রহণ কারী শিক্ষককে সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।