দ্বীপচরবাসী হতদরিদ্র জনগোষ্ঠীর সাথে মত বিনিময়

দ্বীপচরবাসী হতদরিদ্র জনগোষ্ঠীর সাথে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় গ্রামীণ বহুমুখী উন্নয়ন সংস্থা (জিবাস) নদী ও জীবন-২ প্রকল্প এই সভার আয়োজন করে।
জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিন, ড, শরফ উদ্দিন, চরবাসী উপকারভোগি ইসমত আরা বেগম, লোকাল চর এ্যালায়েন্সের আহবায়ক মো. তসলিম উদ্দিনসহ অন্যান্যরা।
সভায় দ্বীপচরের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিৎ করণে কৃষিতে উন্নত উপকরণ ও নতুন প্রযুক্তি সম্পর্কে মত বিনিময় করা হয়। এই সভায় চরের ওইসব মানুষকে হাতে কলমে প্রশিক্ষণ ও তা বাস্তবায়নে সহায়তার আম্বাস দেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাগণ। চলতি মৌসুমে বৃক্ষরোপনকে গুরুত্বারোপ করে আমের চারা প্রদানেরও আশ্বাস দেন।
এ ছাড়া দ্বীপচরবাসী হতদরিদ্র জনগোষ্ঠীর সরকারি আইনগত সহায়তায় অভিগম্যতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।
কনসার্ণ ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় গ্রামীণ বহুমুখী উন্নয়ন সংস্থা (জিবাস) নদী ও জীবন-২ প্রকল্প আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ কবিতা খানম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মোস্তাকিনুর রহমান, যুগ্ন জেলা জজ ইসমত আরা, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, পিপি জোবদুল হক, জিপি আনোয়ার হোসেন ডলার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়সমিন সুলতানা রুমা প্রমুখ। জিবাসের নির্বাহী পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয় শুধু চরের জন্যই নয় দরিদ্র মানুষের জন্য সরকার লিগ্যাল এইড চালু করেছে। তাদেরকে বিধিমোতাবেক আইনী সহায়তা করা হবে।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা জিবাস ২০১১ সাল থেকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের একাংশে নদী ও জীবন-২ নামে একটি প্রকল্প চালু করে দ্বীপচরবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।