শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে রোববার বিকেলে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ ঠাকুর বাড়ী থেকে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ, ঝিলিম রোডস্থ সুরেন সিং ঠাকুর বাড়ী থেকে হরে কৃষ্ণ সংঘ জগন্নাথদেবের পৃথক পৃথক রথযাত্রা বের হয়। ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যের তালে তালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাদের নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়। এসময় ভক্তরা নাম কির্তনসহ বিভিন্ন অর্চনা করেন। হঠাৎ বৃষ্টিতে রথ যাত্রা ব্যহত হয়।
এদিকে রথযাত্রা উপলক্ষে শহরের পৌরসভা পার্কের সামনে ১০দিন ব্যাপী বসেছে রথের মেলা। প্রতিবছরই মেলায় প্রচুর লোকের সমাগম ঘটে। মেলায় মাটির তৈরী বিভিন্ন তৈজষ পত্র, খেলনা, বাঁশি, কাঠের আসববাবপত্র, লোহার জিনিষপত্র ও মিষ্টির দোকানে হরেক রকমের মিষ্টিসহ মুখরোচক খাবার সামগ্রী শোভা পাচ্ছে।
এদিকে রথযাত্রা উপলক্ষে শহরের পৌরসভা পার্কের সামনে ১০দিন ব্যাপী বসেছে রথের মেলা। প্রতিবছরই মেলায় প্রচুর লোকের সমাগম ঘটে। মেলায় মাটির তৈরী বিভিন্ন তৈজষ পত্র, খেলনা, বাঁশি, কাঠের আসববাবপত্র, লোহার জিনিষপত্র ও মিষ্টির দোকানে হরেক রকমের মিষ্টিসহ মুখরোচক খাবার সামগ্রী শোভা পাচ্ছে।