বন্ধুসভার উদ্যোগে বিনামূল্যে আদিবাসীদের রক্তের গ্র“প পরীক্ষা
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে অবস্থিত আদিবাসী গ্রাম আমারকে বন্ধুসভার উদ্যোগে শনিবার রক্তের গ্র“প পরীক্ষা করা হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২৫ জন আদিবাসী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের রক্তের গ্র“প পরীক্ষা করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদ, সহ সভাপতি আখতারুজ্জামান মিকাশা, সাধারণ সম্পাদক আলী উজ্জামান নূর, দপ্তর সম্পাদক শশী আক্তার, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, সদস্য বিবি হাওয়া, মৌসুমী খাতুন, ফাতিমা খাতুন ও আঞ্জু। রক্তের গ্র“প পরীক্ষার সময় সকলকে রক্ত বিষয়ে বুঝানো হয়। রক্তদান করা যে মহৎ কাজ সে সম্পর্কেও ব্যাখ্যা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাঈদ মাহমুদ, সহ সভাপতি আখতারুজ্জামান মিকাশা, সাধারণ সম্পাদক আলী উজ্জামান নূর, দপ্তর সম্পাদক শশী আক্তার, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, সদস্য বিবি হাওয়া, মৌসুমী খাতুন, ফাতিমা খাতুন ও আঞ্জু। রক্তের গ্র“প পরীক্ষার সময় সকলকে রক্ত বিষয়ে বুঝানো হয়। রক্তদান করা যে মহৎ কাজ সে সম্পর্কেও ব্যাখ্যা করা হয়।