রামচন্দ্রপুর হাটের আজু বাহিনী’র প্রধান আজু বোমা হামলায় নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটে রোববার প্রতিপড়্গের সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ কর্মী ও আজু বাহিনীর প্রধান আজিজুল হক ওরফে আজু নিহত হয়েছে। সন্ত্রাসী হামলার পর আজু সমর্থকরা রামচন্দ্রপুর হাটে প্রতিপড়্গের তিনটি দোকান ভাঙ্গচুর, লুটপাট, অগ্নিসংযোগসহ এলাকায় ব্যাপক বোমাবাজি করেছে।
পুলিশ ও প্রত্যড়্গদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রামচন্দ্রপুর হাটের নুরম্নলের চায়ের দোকানে বসে কথাবলছিল আজু। এসময় ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী গ্রম্নপ আজু’র উপর অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে আজুকে ঘিরে ফেলে। পরে চায়ের দোকানের পার্শ্বের মাছ পট্টি থেকে হাসুয়া নিয়ে আজুকে কুপিয়ে যখম করার পর তাকে লড়্গ করে ৫ থেকে ৬ টি হাতবোমা বিষ্ফোরণ ঘটায়। এতে বোমার আঘাতে আজু’র মুখম-ল ড়্গতবিড়্গত হয়ে যায় এবং সে ঘটনাস'লেই মারা যায়। প্রত্যড়্গদর্শীরা জানায়, সন্ত্রাসীরা আজু’র মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবেই পালিয়ে যায়।
স'ানীয় সূত্র জানিয়েছে, সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত রামচন্দ্রপুর হাট এলাকায় আধিপত্য বিসত্মারকে ঘিরে রবু মেম্বার গ্রম্নপ ও মহাসিন চেয়ারম্যান গ্রম্নপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সাম্প্রতিক বছরে রবু মেম্বার গ্রম্নপ থেকে বেরিয়ে কালাম মেম্বার মহাসিন চেয়ারম্যানের ছত্রছায়ায় চলে আসে এবং এক পর্যায়ে কালাম বাহিনী গড়ে তোলে। এর মধ্যে নতুন করে আরজু ওরফে আজু’র উত্থান হলে রামচন্দ্রপুর হাটে সৃষ্টি হয় আজু বাহিনীর। কালাম-আজু এক গ্রম্নপে থেকেই কাজ করলেও সম্প্রতি তারা বিভক্ত হয়ে পড়ে। আজু বাহিনীর প্রধান আজু চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আওয়ামীলীগ দলীয় এমপি আব্দুল ওদুদের ছত্রছায়ায় চলে আসলে কালাম মেম্বার ও তার ভাই রহমত আলী চলে যায় বিএনপি দলীয় সাবেক এমপি হারম্ননুর রশিদের ছত্রছায়ায়। রামচন্দ্রপুর হাট এলাকায় নতুন করে গজিয়ে উঠা কালাম বাহিনী ও আজু বাহিনীর মধ্যে গেল এক বছরে বহু সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এ সব সন্ত্রাসী ঘটনায় ব্যাপক বোমাবাজি ও বহু বাড়িঘর লুটপাটের ঘটনা ঘটেছে। গেল উপজেলা পরিষদ নির্বচনে কালাম মেম্বরের ভাই রহমত আলী বিএনপি’র সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নামলে কালাম বাহিনী ও আজু বাহিনীর রাজনৈতিক বিভাজন পরিস্কার হয়ে যায়। স'ানীয় সূত্রগুলো জানিয়েছে, এলাকায় অধিপত্র বিসত্মারের দ্বন্দ্বকে ঘিরেই প্রতিপড়্গরা আজু’র উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।
সন্ত্রাসী হামলা ও বোমার আঘাতে আজু নিহত হবার পর রামচন্দ্রপুর হাট এলাকা মানুষ শুণ্য হয়ে পড়েছে। গোটা এলাকায় উত্তেজনা ও থমথমে অবস'া বিরাজ করছে। এদিকে স'ানীয়রা জানিয়েছে, আজু নিহতের খবর ছড়িয়ে পরার পরপরই আজু সমর্থকরা রামচন্দ্রপুর হাটে কালাম সমর্থকদের একটি দোকানে অগ্নি সংযোগ ও দুটি দোকান ভাঙ্গচুর ও লুটপাট করেছে। পরে ফায়ার বিগ্রেডের একটি দল ঘটনাস'লে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সন্ত্রাসী হামলার খবর পেয়ে ব্যাপক সংখ্যক পুলিশ ঘটনাস'লে গিয়ে আজু’র লাশ উদ্ধার করে। এদিকে, ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফল আলী, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম ঘটনাস'ল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বশির আহম্মদ বলেন, ‘বেলা ১২ টার দিকে ককটেল বিষ্ফোরের খবর পেয়ে পুলিশ ঘটনাস'লে এসে দেখে যে আজু’র লাশ পড়ে আছে’। তিনি বলেন, ‘এখানে দীর্ঘ দিন ধরে আজু বাহিনী ও কালাম বাহিনী’র মধ্যে আধিপত্য বিসত্মার ও দ্বন্দ্বের জের ধরে বহু মারামারি, বোমবাজিসহ পাল্টাপাল্টি বহু ঘটনা সংঘটিত হয়েছে। আমরা তদনত্ম করে দেখে আইনানুগ ব্যবস'া গ্রহণ করবো’।
উলেস্নখ্য, নিহত আজুর বিরম্নদ্ধে সদর থানায় ৯ মামলা রয়েছে।
সন্ত্রাসী ঘটনার পর রামচন্দ্রপুর হাট এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দীন জানান, পরিসি'তি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যড়্গদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রামচন্দ্রপুর হাটের নুরম্নলের চায়ের দোকানে বসে কথাবলছিল আজু। এসময় ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী সন্ত্রাসী গ্রম্নপ আজু’র উপর অতর্কিত হামলা চালায়। তারা প্রথমে আজুকে ঘিরে ফেলে। পরে চায়ের দোকানের পার্শ্বের মাছ পট্টি থেকে হাসুয়া নিয়ে আজুকে কুপিয়ে যখম করার পর তাকে লড়্গ করে ৫ থেকে ৬ টি হাতবোমা বিষ্ফোরণ ঘটায়। এতে বোমার আঘাতে আজু’র মুখম-ল ড়্গতবিড়্গত হয়ে যায় এবং সে ঘটনাস'লেই মারা যায়। প্রত্যড়্গদর্শীরা জানায়, সন্ত্রাসীরা আজু’র মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবেই পালিয়ে যায়।
স'ানীয় সূত্র জানিয়েছে, সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত রামচন্দ্রপুর হাট এলাকায় আধিপত্য বিসত্মারকে ঘিরে রবু মেম্বার গ্রম্নপ ও মহাসিন চেয়ারম্যান গ্রম্নপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সাম্প্রতিক বছরে রবু মেম্বার গ্রম্নপ থেকে বেরিয়ে কালাম মেম্বার মহাসিন চেয়ারম্যানের ছত্রছায়ায় চলে আসে এবং এক পর্যায়ে কালাম বাহিনী গড়ে তোলে। এর মধ্যে নতুন করে আরজু ওরফে আজু’র উত্থান হলে রামচন্দ্রপুর হাটে সৃষ্টি হয় আজু বাহিনীর। কালাম-আজু এক গ্রম্নপে থেকেই কাজ করলেও সম্প্রতি তারা বিভক্ত হয়ে পড়ে। আজু বাহিনীর প্রধান আজু চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আওয়ামীলীগ দলীয় এমপি আব্দুল ওদুদের ছত্রছায়ায় চলে আসলে কালাম মেম্বার ও তার ভাই রহমত আলী চলে যায় বিএনপি দলীয় সাবেক এমপি হারম্ননুর রশিদের ছত্রছায়ায়। রামচন্দ্রপুর হাট এলাকায় নতুন করে গজিয়ে উঠা কালাম বাহিনী ও আজু বাহিনীর মধ্যে গেল এক বছরে বহু সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এ সব সন্ত্রাসী ঘটনায় ব্যাপক বোমাবাজি ও বহু বাড়িঘর লুটপাটের ঘটনা ঘটেছে। গেল উপজেলা পরিষদ নির্বচনে কালাম মেম্বরের ভাই রহমত আলী বিএনপি’র সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নামলে কালাম বাহিনী ও আজু বাহিনীর রাজনৈতিক বিভাজন পরিস্কার হয়ে যায়। স'ানীয় সূত্রগুলো জানিয়েছে, এলাকায় অধিপত্র বিসত্মারের দ্বন্দ্বকে ঘিরেই প্রতিপড়্গরা আজু’র উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।
সন্ত্রাসী হামলা ও বোমার আঘাতে আজু নিহত হবার পর রামচন্দ্রপুর হাট এলাকা মানুষ শুণ্য হয়ে পড়েছে। গোটা এলাকায় উত্তেজনা ও থমথমে অবস'া বিরাজ করছে। এদিকে স'ানীয়রা জানিয়েছে, আজু নিহতের খবর ছড়িয়ে পরার পরপরই আজু সমর্থকরা রামচন্দ্রপুর হাটে কালাম সমর্থকদের একটি দোকানে অগ্নি সংযোগ ও দুটি দোকান ভাঙ্গচুর ও লুটপাট করেছে। পরে ফায়ার বিগ্রেডের একটি দল ঘটনাস'লে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সন্ত্রাসী হামলার খবর পেয়ে ব্যাপক সংখ্যক পুলিশ ঘটনাস'লে গিয়ে আজু’র লাশ উদ্ধার করে। এদিকে, ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফল আলী, পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম ঘটনাস'ল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বশির আহম্মদ বলেন, ‘বেলা ১২ টার দিকে ককটেল বিষ্ফোরের খবর পেয়ে পুলিশ ঘটনাস'লে এসে দেখে যে আজু’র লাশ পড়ে আছে’। তিনি বলেন, ‘এখানে দীর্ঘ দিন ধরে আজু বাহিনী ও কালাম বাহিনী’র মধ্যে আধিপত্য বিসত্মার ও দ্বন্দ্বের জের ধরে বহু মারামারি, বোমবাজিসহ পাল্টাপাল্টি বহু ঘটনা সংঘটিত হয়েছে। আমরা তদনত্ম করে দেখে আইনানুগ ব্যবস'া গ্রহণ করবো’।
উলেস্নখ্য, নিহত আজুর বিরম্নদ্ধে সদর থানায় ৯ মামলা রয়েছে।
সন্ত্রাসী ঘটনার পর রামচন্দ্রপুর হাট এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দীন জানান, পরিসি'তি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে।