জেলা শহরে যাত্রা শুরু করলো গ্রামীণ ফোনের ৩জি নেটওয়ার্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে যাত্রা শুরু করলো গ্রামীণ ফোনের ৩জি নেটওয়ার্ক। মঙ্গলবার সকাল ১১ টায় শহরের বাতেন খাঁর মোড় এলাকায় গ্রামীণ ফোন সেন্টারে কেট কেটে ও বেলুন উড়িয়ে ৩জি নেটয়ার্ক’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সরদার সরাফত আলী। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার বশির আহমেদ,গ্রামীণ ফোনের বিভাগীয় ব্যবস্থাপক আশফাকুজ্জামান চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ, প্রযুক্তি ব্যবস্থাপক মীর মো. কামরুল ইসলাম, ডিস্ট্রিবিউশন অপারেশন ব্যবস্থাপক শাহ মো. মোস্তাকিম, চাঁপাইনবাবগঞ্জ গ্রামীণ ফোন লিমিটেডের ডিস্ট্রিবিউটর মামুন অর রশিদসহ গ্রামীন ফোনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ। পরে শোভাযাত্রা বের বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রামীণ ফোন সেন্টারে শেষ হয়।
গ্রামীণ কৃর্তপক্ষ জানান, আপাতত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ৩জি নেটওয়ার্ক সুবিধা পাওয়াবে। পর্যায়ক্রমে গোটা জেলাকে এই নেটওয়ার্কের আওতায় নেয়া হেব।
গ্রামীণ কৃর্তপক্ষ জানান, আপাতত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ৩জি নেটওয়ার্ক সুবিধা পাওয়াবে। পর্যায়ক্রমে গোটা জেলাকে এই নেটওয়ার্কের আওতায় নেয়া হেব।